গণতন্ত্র ও স্থিতিশীলতা না থাকলে বিনিয়োগ হবে না

SHARE

প্রস্তাবিত বাজটকে স্বপ্ন-বিলাসী মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, বাজেট নিয়ে স্বপ্ন বিলাস করে জনগণকে বিভ্রান্ত করা উচিত হবে না।শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।83621_1

এরশাদ বলেন, ‘যে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় তাকে আমরা সফল বাজেট বলবো না। আমরা বাজেটকে স্বাগত জানাইনি, বরং এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছি।’

তিনি বলেন, দেশে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক বিকাশ বজায় না থাকলে বৈদেশিক বিনিয়োগ যেমন শূন্যের কোঠায় নেমে আসবে, তেমনি দেশীয় বিনিয়োগ ব্যাহত হবে।

বাজেটে পোশাক খাতের ব্যাপারে কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি বলে জানান সাবেক এই সেনাশাসক।

এছাড়া অর্থমন্ত্রীর বারত দিয়ে এরশাদ বলেন, প্রবাসী আয় কমে গেছে। এটি নেতিবাচক বার্তা।

এরশাদ বলেন, ‘এ বাজেটে শুধুমাত্র প্রতিরক্ষা ছাড়া আর কোনো খাতে পর্যাপ্ত বাজেট গ্রহণ করা হয়নি। আমরা সংসদে বাজেটের ব্যাপারে কথা বলবো।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।