এই বাংলাদেশ ৯৬’র শ্রীলঙ্কা নয়

SHARE

haruthওয়ানডেতে বাংলাদেশ এখন ধারাবাহিক ক্রিকেট খেলছে। টানা জয়ের মাঝে রয়েছে টাইগাররা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালও খেলে এসেছে মাশরাফি বিন মর্তুজার দল। অতীতের তুলনায় একটু ভিন্ন লেভেলেই মূল্যায়িত হচ্ছে বাংলাদেশ।

এক ভারতীয় সাংবাদিক তো ১৯৯৬ সালে শ্রীলঙ্কা দলের সঙ্গেই তুলনা করে বসলেন বর্তমান বাংলাদেশ দলের সঙ্গে। তখনই ওয়ানডেতে দারুণ খেলছিল লঙ্কানরা। পরে বিশ্বকাপও জিতে যায় তারা। সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশও অসাধারণ ক্রিকেট খেলছে। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবার শ্রীলঙ্কান। শনিবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই লঙ্কানকেই বলা হয়, ১৯৯৬ সালের শ্রীলংকা ও বর্তমান বাংলাদেশের তুলনা করতে।

হাথুরুসিংহে বলেন, “তুলনা করা কঠিন। কারণ ১৯৯৬ সালে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা অনেক অভিজ্ঞ দল ছিল। এটা (বাংলাদেশ) তরুণ দল। বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি, এই দলে অনেক বিশ্বমানের ক্রিকেটার আছে। পাঁচ বছর পর তাদের সামর্থ্য নিয়ে আমরা কথা বলতে পারবো।”