পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত

SHARE

hanif sonketপরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টিতে অবদানের জন্য পরিবেশ পদক গ্রহণ করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত)।  

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যৌথভাবে পরিবেশ পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. খবির উদ্দিন।
 
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনকেও (আরএসএফ) এ পদক দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. আনোয়ার হোসেন মঞ্জু।

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০১৪ এর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতর।