মোদির বক্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান: সারতাজ আজিজ

SHARE

image_129719_0ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রধানদের বৈঠক উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান সারতাজ আজিজ।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার ক্ষেত্রে ভারত ভূমিকা পালন করেছে বলে ঢাকায় দেয়া বিবৃতিতে মোদি স্বীকার করেছেন।

সারতাজ আজিজ বলেন, পাকিস্তান এ বিষয়টি জাতিসংঘ তুলবে। এ ছাড়া, নয়াদিল্লির শর্ত মেনে ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনাও বাতিল করে দেন তিনি। সারতাজ আজিজ বলেন, কাশ্মির ও পানি সমস্যার বিষয় না থাকলে ভারতের সঙ্গে আলোচনার কোনো মানে হয় না।

তিনি আরো বলেন, উত্তেজনাবিহীন সম্পর্ক চাইছে পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানবিরোধী যুদ্ধবাদী বৈরীনীতি গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। সারতাজ আজিজ দাবি করেন, পাকিস্তান বিরোধী বক্তব্যের ভিত্তিতে ভারতীয় নেতারা নির্বাচনে লড়েন।–আইআরআইবি