চাঁদ দেখা কমিটির সভা বুধবার

SHARE

image_129720_0পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মতিউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বুধবার হিজরি ১৪৩৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে বুধবার রাত থেকেই তারাবীহ নামাজ শুরু হবে। অন্যদিকে বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস শুরু হবে শুক্রবার। এক্ষেত্রে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবীহ নামাজ পড়া শুরু হবে।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ও ৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।