বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান

SHARE

53558_Bangladesh1434424040আগামী ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল।

এরপর আরও দুটি খেলা রয়েছে বাংলাদেশের। একটিতে প্রতিপক্ষ জর্ডান অন্যটিতে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ফুটবল দলের কোচ সাইফুল বারি টিটুর কাছে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চারদিন আগে কিরগিজস্তানের সাথে ম্যাচ হারার পর বেশ সতর্ক বাংলাদেশের খেলোয়াড়েরা।

ওই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজকের প্রতিপক্ষ তাজিকিস্তানকে মোকাবেলা করতে চাইছেন তারা।

তাজিকিস্তানের বিপক্ষে পাঁচ বছর আগে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ দল।

প্রতিপক্ষ যাতে দ্রুত গোল করতে না পারে সেটাকেই প্রধান কৌশল হিসেবে সামনে রাখছেন কোচ সাইফুল বারি।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবল দলের সাফ গেমস এবং সাউথ এশিয়া গেমসে সাফল্য থাকলেও, বিশ্বকাপের খেলার জন্য প্রাথমিক বাছাই পর্ব পার করতে পারেনি দলটি।

এ প্রসঙ্গে খেলোয়াড় এবং কোচদের প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেন কোচ সাইফুল বারি টিটু।