তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, হরতাল-অবরোধের নামে আগুন যুদ্ধে জড়িয়ে বিএনপির গণতন্ত্রের সদস্য পদ তামাদি হয়ে গেছে। তাই ২০১৯ সালের নির্বাচনে আমরা জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে আর দেখতে চাই না।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে জাসদ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, আগুন যুদ্ধে লিপ্ত খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেওয়া হবে না। তার (খালেদার) স্থান একমাত্র কারাগার।
নবনির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ সময় ঢাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
জাসদ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হোসাঈন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।