নাটোরের বড়াইগ্রামে স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
জানা যায়, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লানুর বাবুর বাবা ও সাবেক সিভিল সার্জন ডা. সাবের হোসেন (৭৩) বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সাবেরের মৃত্যু হয়।
সাবের হোসেনের প্রথম স্ত্রী সফুরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। মমতাজ বেগমের (সাবের হোসেনের দ্বিতীয় স্ত্রী) শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে সাবের মারা গেছেন।’
পরবর্তীতে সাবের হোসেনের চাচাতো ভাই আবদুল কাদের বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মমতাজ বেগমের নামে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, সাবের হোসেনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ রয়েছে। বিষয়টি তারা লিখিতভাবে থানায় অবহিত করেছেন। এ বিষয়ে সুরাহা করতে বৃহস্পতিবার মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সত্যতা নিশ্চিত হওয়া যাবে।