রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়বে না বরং কমবে

SHARE

khokonঢাকা দক্ষিন সিটি করপোরেশন মেয়ন মোহাম্মদ সাঈদ খোকন বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়বে না বরং কমবে। এ জন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণের জনগুরুত্বপূর্ণ স্থান রেল স্টেশন, লঞ্চঘাট, সোহরাওয়ার্দী উদ্যান ও বিভিন্ন পার্ক বিনামূল্যে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।

মেয়র বলেন, প্রতিটি বাড়িতে আবর্জনা রাখার ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে। আর মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য বর্ষা মৌসুমে রাস্তা রিপিয়ারিংয়ের কোনো কাজ করা হবে না।

জাসদ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হোসাঈন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।