১ হাজার ৫শ ৭৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

SHARE

cabinet8জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫শ’ ৭৬ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ আট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এ আট প্রকল্পে সরকারি খাত থেকে (জিওবি) ১ হাজার ৬০ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের বহুতল ভবন নির্মাণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা; পুলিশ বিভাগের ৫০টি সার্কেলে এসপি অফিস নির্মাণ প্রকল্প, যাতে ব্যয় হবে ৩৮ কোটি ২৯ লাখ টাকা।