বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক আছে। আসন্ন রমজানে পণ্যমূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি মজুদ আছে। কোনো সংকট নেই।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মত দেন।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে পণ্যমূল্যের লাভ সহনশীল পর্যায়ে রাখতে হবে।
বাজারে মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আসন্ন রমজান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন প্রমুখ।