সাগরে উদ্ধার ১৫০ জনকে ফিরিয়ে আনছে বিজিবি

SHARE

trolar8নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে মিয়ানমার উপকূলে আটক ১৫০ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে পতাকা বৈঠকে পর মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) কাছ থেকে পর্যায়ক্রমে এদের ফিরিয়ে আনছে বিজিবি।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের করে মিয়ানমারের কোস্টগার্ড ও বিজিপি। এদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী।