মেধা তালিকার ভিত্তিতে নয়, ভর্তি পরীক্ষার মাধ্যমেই রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবির সোমবার মেধা তালিকার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ সার্কুলার তিন কলেজের ক্ষেত্রে স্থগিত করে দেন।
ফলে এ তিন কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সারাদেশে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য ১ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে। এই সার্কুলারের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাহকোর্টে পৃথক তিনটি রিট করেন এ তিন কলেজের অধ্যক্ষ।
আদালতে কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।