ধামরাইয়ের কাওয়ালিপাড়া গ্রাম থেকে ভাড়াটিয়া সেজে তিন শিশুকে অপহরণ করা হয়। রোববার সন্ধ্যায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে অবশ্য তাদেরকে উদ্ধর করা হয়েছে।
তবে এ ঘটনার পর থেকে এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, মানিকগঞ্জ সদরের ডাউটিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে সুমন তার স্ত্রী পপিকে নিয়ে সম্প্রতি ধামরাইয়ের কাওয়ালিপাড়া গ্রামের আওলাদ হোসেনের বাড়ির বাসা ভাড়া নেন।
রোববার বিকেলে ভাড়াটিয়া সুমন আওলাদ হোসেনের দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া মেয়ে আয়শা আক্তার (৮), আরিফা (৫) ও পাশের আলী হোসেনের পঞ্চম শ্রেণীতে পড়–য়া মেয়ে আখি আক্তারকে মজা কিনে দেয়ার কথা বলে অটো রিকশায় তুলে তাদের ঢাকার দিকে নিয়ে যায়।
ওই শিশুদের ধামরাই-সাটুরিয়া সড়কের মহিষাশী বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের স্বর্ণের চেইন, কানের দুল টেনে ছিঁড়ে নেয়।
এ সময় তারা কান্না শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং ধাওয়া করলে অপহরণকারী সুমন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই তিন শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। তবে অপহরণকারীকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে আওলাদ হোসেন জানান, সুমন পালানোর পরপরই তার স্ত্রী পপিও পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।