রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মোদি

SHARE

modi7ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকায় তার শেষ দিনের কর্মসূচি শুরু করেন। এই মন্দির থেকে তিনি সরাসরি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান।

সেখানে তিনি অঞ্জলীও দেন। কলকাতার বেলুড় মঠের সন্ত্রাসীদের অনুরোধেই তিনি ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আসেন। মিশনের মহারাজদের সঙ্গে মোদি করমর্দন করেন।

ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশনে পৌঁছান। সেখানে কলকাতা মিশনের প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ মোদিকে স্বাগত জানান।

মিশনের বিভিন্ন ভবন ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। মিশনের পক্ষ থেকে মোদিকে দুটি শুভেচ্ছা ক্রেস্ট ও কিছু বই উপহার দেওয়া হয়।

মিশনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে ফটোসেশনও করেন নরেন্দ্র মোদি। সে সময় মোদির সাফল্য কামনা করে স্লোগান দিতে দেখা যায়।

রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে ভারতীয় হাইকমিশনের একটি নতুন ভবনের উদ্বোধন করতে বারিধারার কূটনৈতিক পাড়ায় যাবেন নরেন্দ্র মোদি।