শরণার্থীদের সহায়তার অঙ্গিকার নিয়ে লেবানন সফরে কেরি

SHARE

keryলেবানন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে সিরিয়ার শরণার্থীদেরকে আরো বেশি সহায়তা দানের প্রতিশ্রুতি দেবেন তিনি। একইসঙ্গে লেবাননের এমপিদেরকে দ্রুত একজন প্রেসিডেন্ট বেছে নেয়ার আহ্বান জানাবেন কেরি।

একজন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারছেন না লেবাননের রাজনীতিকেরা। এমন একটা সময় দেশটিতে রাজনৈতিক শুন্যতা তৈরি হয়েছে যখন সিরিয়ার শরণার্থীদের ভারে ন্যুজ হয়ে যাচ্ছে দেশটি। পাশপাশি সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কারণে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে এর সুন্নি ও শিয়া সম্প্রদায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এটা এমন একটা সময় যখন লেবানন সরকারের বিশেষ সমর্থন দরকার। অঘোষিত এ সফরে কেরি লেবনানের জন্য ২৯ কোটি ডলার সহয়তা প্যাকেজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।