নিলামে ২২৩.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

SHARE

বাংলাদেশ ব্যাংক আজ ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২২৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার ক্রয় করেছে।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে মোট ৪১১ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।