ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শরিফ ওসমান হাদি। তবে দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় ওই আসন থেকে এবার নির্বাচনে লড়বেন তার বোন মাসুমা বেগম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসুমা বেগমের প্রার্থিতা ঘোষণা করা হয় শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে। সমাবেশে আরও দাবি জানানো হয়—শাহবাগ এলাকায় ওসমান হাদির নামে একটি স্থাপনা নির্মাণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার।
শাহবাগ মোড়ে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, ওসমান হাদি কোনো সাধারণ মৃত্যু বরণ করেননি; দেশের মানুষ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি শহীদ হয়েছেন।
এ সময় তিনি তথাকথিত সুশীল সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ঘটনায় যারা নিয়মিত কথা বলেন, তারা কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় নীরব ছিলেন। এ ধরনের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে ধানমন্ডির ছায়ানট, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।




