খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

SHARE

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় অনেকটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে আছেন এবং সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছিল, তবে শারীরিক অবস্থা বিবেচনায় ভ্রমণের মতো পরিস্থিতি না থাকায় আপাতত তাঁকে দেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে।