ইসরায়েলি হামলায় গাজায় ২ ফিলিস্তিনি নিহত

SHARE

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গোলাবর্ষণের ফলে একজন ফিলিস্তিনি নিহত হন।
একই সময় উত্তর গাজার জাবালিয়ার হালাওয়া শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হন।

গাজা শহরে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা তাঁবুগুলোকে লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় আরো বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

দুই মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।