মাদারীপুরে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ

SHARE

মাদারীপুরের পৌর বাস টার্মিনালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলা শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ করে বাস টার্মিনালে থাকা পরিবহনের মধ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে আওয়াজ পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় বর্তমানে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু বলেন, এগুলো লীগের কাজ। তারা জ্বালাও পোড়াও এবং পরিবহনে আগুন দেয়াতে এক্সপার্ট। এর আগে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বাস টার্মিনালে পুলিশের টহল বাড়ানোর দাবি করেছিলাম। এখন পুলিশ যদি সেভাবে ভূমিকা না নেয় তাহলে কি করার আছে। তবে ককটেল বিস্ফোরণের পর টার্মিনালে থাকা প্রতিটি বাসের একজন করে শ্রমিককে অন্তত এই দুইদিন থাকতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত রাতে চারজন পাহাড়ায় থাকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতির চেষ্টা করেছিল। কিন্তু কোনো ক্ষতি হয় নি। ১৩ নভেম্বরের লকডাউন বাস্তবায়নে এসব নাশকতা করা হচ্ছে।’