আইসিসির সভায় নিরুত্তাপ ভারত-পাকিস্তান, ট্রফি হস্তান্তর নিয়ে যা হলো

SHARE

এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। কিন্তু এখনও ট্রফি হাতে পায়নি চ্যাম্পিয়ন ভারতীয় দল। এশিয়া কাপ ফাইনালে পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে সূর্যকুমার-শুভমানদের ট্রফি নিতে অস্বীকৃতি জানানো দিয়ে শুরু। সেই নাটকীয়তা এখনও চলছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দু’দিনের মধ্যে ট্রফি হস্তান্তরের সময় বেধে হুমকি দিয়েছিল। ফলে ধারণা করা হয়েছিল– উত্তপ্ত হয়ে উঠবে আইসিসির সভা। কিন্তু তেমন কিছুই হয়নি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, গতকাল (শুক্রবার) বিকেলে দুবাইয়ে আইসিসির সদরদপ্তরে সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে পিসিবি সভাপতি মহসিন নাকভি উপস্থিত হবেন কি না তা নিয়ে রহস্য ছিল। এর আগে সাম্প্রতিক সভায় ছিলেন না তিনি। দেরিতে হলেও গতকালের সভায় যোগ দেন নাকভি। সভায় যতটা আক্রমণাত্মক ভাব থাকার কথা, তার চেয়ে আন্তরিক মনোভাবই ছিল বেশি। বিসিসিআই স্বাভাবিকভাবেই এশিয়া কাপ ট্রফি তাদের প্রাপ্য বলে জানায়, যা বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভির কাছে আটকে আছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দেশটির প্রতিনিধি হিসেবে আইসিসির সভায় উপস্থিত ছিলেন। সভায় এশিয়া কাপের প্রসঙ্গ উঠলে তিনি দ্রুততম সময়ের মধ্যে ট্রফি ভারতের কাছে হস্তান্তরের আহবান জানান। এই আলোচনা হয়েছে আনুষ্ঠানিক পদ্ধতিতেই। যদিও ওই সময় বিভিন্ন ক্রিকেট বোর্ডের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে নিজেদের মাঝে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে তাদের মাঝেও বিভ্রান্তি ছিল।

শেষ পর্যন্ত ট্রফি হস্তান্তরের ধরন ও পদক্ষেপ কী হবে সেটি চূড়ান্ত হয়নি। তবে আলোচনায় বলা হয়– প্রয়োজনে বিষয়টি সমাধানে একটি প্যানেল গঠিত হবে। পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়, যেন শিগগিরই তাদেরকে ট্রফি প্রদান করা হয়। বর্তমানে এশিয়া কাপ ট্রফি দুবাইয়ে এসিসির কার্যালয়ে সংরক্ষিত আছে। যা অনুমোদন ছাড়া সেখান থেকে না সরাতে স্পষ্ট নির্দেশনা রয়েছে এসিসি সভাপতি নাকভির।

পিসিবি ও বিসিসিআইয়ের মাঝে উত্তপ্ত বাদানুবাদ না হলেও, পিসিবি সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী নাকভিকে বিরূপ আলোচনার মুখে পড়তে হয়েছে। ২৮ সেপ্টেম্বর তার দেশকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও কেন ট্রফি দেওয়া হলো না পুনরায় উঠেছে সেই প্রশ্ন–ও। ক্রিকবাজ জানায়, তাৎক্ষণিকভাবে সাইকিয়া কিংবা বিসিসিআই উর্ধ্বতন কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, বোর্ড সদস্যদের মাঝে ট্রফি হস্তান্তর নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিসিআই ও নাকভির মাঝে চলমান বিবাদ মিটিয়ে ফেলার আহবান জানায় আইসিসির বোর্ড।