সদ্যই পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। গত শুক্রবার (৭ নভেম্বর) সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। এদিকে মা ও নবজাতক উভয়ই সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না ক্যাটরিনা। তবে কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সেদিন সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকি কৌশলের পুত্র সন্তানের জন্ম হয়। বিবৃতিতে আরও বলা হয়, মা এবং সন্তান, দুজনের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল ও সুস্থ আছে।
হাসপাতাল থেকে সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও ক্যাটরিনার ক্ষেত্রে তা হচ্ছে না। বিবৃতিতে শুধুমাত্র জানানো হয়েছে, এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা।
জীবনের নতুন অধ্যায় শুরু করায় তারকা এই দম্পতি বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।’ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ‘দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।’ অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেন, ‘ভিকি-ক্যাটরিনা, এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’ এছাড়াও অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।




