লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

SHARE

লেবাননে একাধিক ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। জাতীয় বার্তা সংস্থার (এনএনএ) তথ্যমতে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের টৌরা এলাকায় একটি আবাসিক স্থানে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো আটজন আহত হয়েছেন।

এ ছাড়া টাইর শহরের নিকটবর্তী তায়ের দেবা এলাকায় ইসরায়েলি হামলায় আরো একজন ব্যক্তি আহত হন। ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল তায়বে ও আইতা আল-জাবাল শহরও।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যেকোনো রাজনৈতিক আলোচনা সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটি জোর দিয়ে বলেছে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

হিজবুল্লাহর রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও মিসর সম্প্রতি লেবাননের নেতাদের আলোচনায় বসতে চাপ দেওয়ার কারণে এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবানন ও ইসরায়েলের মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা বিরাজ করছে।
তবে সম্প্রতি সব সশস্ত্র সংঘাতে হিজবুল্লাহ নেতৃত্ব দিয়েছে, লেবাননের সেনাবাহিনী নয়।

ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ হয়ে থাকে। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাতিসংঘ জড়িত রয়েছে।

সূত্র : এএফপি ও মিডল ইস্ট আই।