কখন কোথায় কিভাবে দেখবেন বায়ার্ন-পিএসজি ও রিয়াল-লিভারপুল ম্যাচ

SHARE

চ্যাম্পিয়নস লিগে আজ মঙ্গলবার বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই এবং লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে।

বাংলাদেশ সময় রাত ২টায় পার্ক দেস প্রিন্সেসে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে পিএসজি। একই সময়ে এনফিল্ডে লিভারপুলের ঘরে প্রতিশোধ নিতে নামবে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ চার ম্যাচের সবগুলোতেই হেরেছে পিএসজি। তবে গেলো জুলাই মাসে ক্লাব বিশ্বকাপে দুই দলের শেষ দেখায় ২-০ গোলের দাপুটে জয় পেয়েছিল ফরাসি জায়ান্টরা।

অন্যদিকে গত মৌসুমে এনফিল্ডে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। এবার একই মাঠে জয়ের লক্ষ্যেই যাবেন এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।

ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া অনলাইনে সনি লিভ ও টফি অ্যাপ-এ সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলাগুলো সরাসরি দেখা যাবে।