চীন তাইওয়ানে আক্রমণ করলে তার পরিণতি কী হবে তা শি চিনপিং বোঝেন। রবিবার সম্প্রচারিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছন। তবে তিনি স্পষ্টভাবে বলতে অস্বীকৃতি জানিয়েছেন যে আক্রমণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটিকে রক্ষা করবে কি না?
ছয় বছরের মধ্যে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের রাষ্ট্রপতি শির সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ‘তাইওয়ানের বিষয়টি কখনো আলোচনায় আসেনি।’
সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়, তবে তিনি মার্কিন বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন কি না? ট্রাম্প বলেন, ‘এমনটা ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি চিনপিং) এর উত্তরও বোঝেন।
’
তবে ট্রাম্প শুক্রবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে দেওয়া সাক্ষাৎকারে কী বোঝাতে চেয়েছিলেন, তা স্পষ্ট করেননি। তিনি বলেন, ‘আমি আমার গোপন বিষয় প্রকাশ করতে পারি না। অন্য পক্ষ তা জানে।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করে বলেন, ‘চীনের প্রধানমন্ত্রী শি এবং তার ঘনিষ্ঠরা প্রকাশ্যে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন আমরা কখনোই কিছু করব না।
কারণ তারা এর পরিণতি সম্পর্কে জানেন।’
চীন স্বশাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ড হিসেবে দাবি করে। দীর্ঘদিনের নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বেইজিংকে স্বীকৃতি দেয়, তবে তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে। বিষয়টি উত্তেজনা বৃদ্ধি করছে এবং ট্রাম্প ও শি তাদের বৈঠকে এটি এড়িয়ে গেছেন বলে মনে হচ্ছে।
বরং ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধ কমানোর দিকে মনোনিবেশ করা হয়েছে।
সূত্র : এএফপি




