নাইম-রবিনের সেঞ্চুরিতে শক্ত ভিত ময়মনসিংহের

SHARE

জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে ময়মনসিংহ। নাইম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া সেঞ্চুরিতে দুই উইকেটে ২৮১ রান করে দিন শেষ করেছে তারা।

কক্সবাজারের একাডেমী মাঠে ময়মনসিংহকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রবিন এবং নাইম। দুজনে মিলে উদ্বোধনী জুটিতেই যোগ করেন ২২০ রান। দুজই পেয়েছেন সেঞ্চুরির দেখা।

৯টি চার ও দুটি ছক্কায় ১৬৩ বলে ১১১ রান করে নাইম ফিরলে ভাঙে এই জুটি। মোহাম্মদ আবু হাসিমের গুড লেংথের বলে লফটেড শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন রবিন এবং আইচ মোল্লা। ২২৮ বলে ১৩টি চার এবং দুটি ছক্কায় ১২৭ রান করেন রবিন। জাহিদ জাভেদের বলে বোল্ড হয়েছেন এই তরুণ ওপেনার।

আলোকসল্পতার জন্য এ দিন ৮২ ওভার খেলা হয়। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি ময়মনসিংহ। আইচ ৭৯ বলে ২৩ এবং মজিদ ২৬ বলে আট রানে অপরাজিত থাকেন।