রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির রাজা এখন বাবর

SHARE

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর এই রেকর্ড গড়েন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার থেকে ৮ রান পিছিয়ে থেকে ইনিংস শুরু করেন বাবর। এদিন ৯ রান করে রোহিত শর্মার ৪২৩১ রানের রেকর্ড অতিক্রম করেন তিনি।
শেষ পর্যন্ত ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকা বাবরের রান এখন ৪,২৩৪, যা রোহিত শর্মার ৪,২৩১ এবং বিরাট কোহলির ৪,১৮৮ রানকে ছাড়িয়ে গেছে।

এই সিরিজ বাবরের পাকিস্তান দলে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার প্রতীক। দীর্ঘ সময় দল থেকে বাইরে থাকার পর বাবর এই সিরিজে ফিরলেও, সিরিজের প্রথম ম্যাচে তিনি কোনো রান করতে পারেননি।

বাবর পাকিস্তানের ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত।
৩৯.৫৭ গড় এবং ১২৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। রোহিত ও বিরাটের অবসরের পর এখন এই রেকর্ডটি সম্পূর্ণরূপে বাবরের দখলে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা :
বাবর আজম – ৪২৩২ রান, ১৩০ ম্যাচ
রোহিত শর্মা – ৪২৩১ রান, ১৫৯ ম্যাচ
বিরাট কোহলি – ৪১৮৮ রান, ১২৫ ম্যাচ
জস বাটলার – ৩৮৬৯ রান, ১৪৪ ম্যাচ।