চুরির অভিযোগে গ্রেপ্তার ‘কেল্লাফতে’ অভিনেত্রী, বিপাকে অঙ্কুশ

SHARE

কিছুদিন আগেই চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অঙ্কুশ হাজরার প্রথম সিনেমা ‘কেল্লাফতে’র নায়িকা রূপা দত্ত। যদিও এরকম অভিযোগ এবারই প্রথম না তার বিরুদ্ধে।

জানা গেছে, গত ১৫ অক্টোবর অভিযোগকারীর ব্যাগ চুরি হয়, যেই ব্যাগে ছিল কুড়ি গ্রাম ওজনের একটি স্বর্ণের মঙ্গলসূত্র। বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় কুড়ি গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন।
দুটি স্বর্ণের ব্রেসলেট এবং প্রায় চার হাজার রুপি।

এরপর অভিযোগ দায়ের করা হলে অভিনেত্রীর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এই অভিনেত্রীর নাম উঠলে তার সঙ্গে উঠে আসে অঙ্কুশের নাম। সম্প্রতি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা।

অঙ্কুশের কথায়, এটা শুনলে হঠাৎ মনে হয়, যে আমিই যেন ওকে মানুষ করেছি। আমি কী করব! অঙ্কুশের নায়িকা শব্দটা সত্যি কেমন যেন লাগে। যেন ওর পরম্পরা, শিক্ষা-দীক্ষা সব আমি ওকে দিয়েছি। কিন্তু এটা তো ওর পরিচয় নয়।
ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। ও আলাদা ব্যক্তিত্ব। আমার কী দোষ?

যদিও মানুষের স্বভাবগত অভ্যাস তিনি বুঝতে পারেন বলেই জানান তিনি। কেন তাঁর নাম টেনে আনা হয়, সেকথাও পরিষ্কার বলেন।

অঙ্কুশ বললেন, আসলে আমি বুঝতে পারি, ওর নামের সঙ্গে কেন আমার নামটা উঠে আসে। তার কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়তো দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা বা কেল্লাফতের নায়িকা। মানুষের যাতে মনে পড়ে, সেটাই হয়তো সবার উদ্দেশ্য। কিন্তু হঠাৎ করে ওর কীর্তির সঙ্গে নিজের নাম শুনলেই মনে হয় ওকে এসব শিক্ষা এবং সংস্কার আমিই দিয়েছি।

উল্লেখ্য, এর আগেও বছর কয়েক আগে বইমেলাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত।