অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে স্বপ্নের ফাইনালে তুলেছেন জেমিমাহ রদ্রিগেজ। তার ১২৭ রানের অপরাজিত ইনিংসে নারী বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৩৩৯ রানের লক্ষ্য স্পর্শ করে ভারত।
তাতে ঘরের মাঠ নাভি মুম্বাইয়ে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। অথচ, এর আগে বিশ্বকাপে ২০০ রান তাড়া করেও জয়ের ইতিহাস ছিল না হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের।
জেমিমাহর দুর্দান্ত ইনিংসে এখন বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়ার মালিক তারা।
রেকর্ড জয় এনে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন জেমিমাহ। বিরাট কোহলি-শুবমান গিলসহ আরো অনেকের প্রশংসায় ভাসছেন ভারতীয় ব্যাটার। বিশ্বকাপে জেমিমাহর প্রতিপক্ষ হয়ে মাঠে লড়া মারুফা আক্তারও তার খেলায় মুগ্ধ হয়েছেন।
তাই প্রশংসা না করে থাকতে পারেননি বাংলাদেশি পেসার।
 
            
 
	


