ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন।
বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এছাড়া যুদ্ধবিরতি চলাকালীন গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরো অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই ইসরায়েলের এই হামলাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
ওয়াফা জানিয়েছে, বুধবার এক ফিলিস্তিনি সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হন এবং চারজনের মরদেহ উদ্ধার করে গাজার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।