৯ জনের গেতাফেকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

SHARE

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করা গেটাফের বিপক্ষে কষ্টার্জিত এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পেছনে ফেলেছে জাবি আলোনসোর দল।

রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৮০তম মিনিটে আর্দা গুলেরের নিখুঁত পাস থেকে গোল করেন এমবাপ্পে। এর আগে বদলি হিসেবে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই মেরে বসায় গেতাফের অ্যালান নিয়ম সরাসরি লাল কার্ড দেখেন।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে এর তিন মিনিট পর গোল পায় রিয়াল। পিছিয়ে পড়ার চার মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গেতাফে ফরোয়ার্ড অ্যালেক্স সানক্রিসকে।

যদিও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হাল সিটি থেকে ধারে আসা আবু কামারার শটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে রিয়াল জয় ধরে রাখে।

ম্যাচের শুরুতেই লা লিগার যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রথম ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে দুই দলের খেলোয়াড়রা।
আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

বার্সেলোনা আগের দিন জিরোনাকে ২-১ গোলে হারিয়েছিল। তাই রিয়ালের শীর্ষে ফেরার জন্য জয়টাই ছিল একমাত্র উপায়। ম্যাচে গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া দারুণ পারফরম্যান্স দেখান।
এমবাপ্পে, আলাবা ও ভালভার্দের একাধিক শট প্রতিহত করেন তিনি।

রিয়াল মাদ্রিদ বুধবার (২২ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের মুখোমুখি হবে। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নামবে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।