ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘তারা ক্ষমতায় এলে এ দেশের একটা টাকাও বিদেশ পাচার হবে না। সরকারি কোনো টাকা লুটপাট হবে না।’
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়।
সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘জনগণ যাদের মাধ্যমে জানমালের নিরাপত্তা পাবে তাদেরই ভোট দেবে। হিন্দুরাও জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে। রাস্তাঘাট করা একজন এমপির দায়িত্ব নয়।
ওরা রাস্তাঘাট দেখিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করে। ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা।’
রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহসভাপতি মহি উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।