ফেসবুক ব্যবহারকারীদের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় একটি নতুন অপ্ট-ইন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার চালু করেছে মেটা , যা দাবি করছে—এটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওকে আরো ‘প্রচারযোগ্য’ করে তুলবে। তবে শর্ত হচ্ছে, এই ফিচারটি ফোনের ক্যামেরা রোলের ছবির জন্য তৈরি, ফেসবুকে আগে থেকে আপলোড করা কনটেন্টের জন্য নয়।
যদি ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করেন, তাহলে মেটার এআই তাদের ফোনের ক্যামেরা রোল স্ক্যান করবে, সেখানকার প্রকাশ না-করা ছবিগুলো মেটার ক্লাউডে আপলোড করবে এবং স্ক্রিনশট, রসিদ বা এলোমেলো ছবির মাঝে থাকা ‘লুকানো রত্ন’ বা ভালো ছবিগুলো খুঁজে বের করে দেবে। ব্যবহারকারীরা চাইলে এসব সাজানো ছবি বা কোলাজ সংরক্ষণ করতে বা শেয়ার করতে পারবেন।
ফেসবুকের এই পদক্ষেপ শুনে যদি মনে হয়—‘আরে, এটা তো আগেও শুনেছি!’—তাহলে ঠিকই ভাবছেন। চলতি বছরের জুনে কম্পানিটি একই রকম একটি পরীক্ষামূলক ফিচার চালু করেছিল। তখন মেটা দাবি করেছিল, ব্যক্তিগত বা অপ্রকাশিত ছবি এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে না, তবে ভবিষ্যতে তা করা হতে পারে কি না—সে বিষয়ে কম্পানি কিছু বলেনি।
এবার মনে হচ্ছে সেই ‘ভবিষ্যৎ’ এসে গেছে।
কারণ নতুন ঘোষণায় মেটা বলেছে, ‘আমরা আপনার ক্যামেরা রোলের ছবি এআই উন্নয়নের জন্য ব্যবহার করব না, যতক্ষণ না আপনি আমাদের এআই টুল দিয়ে সেগুলো সম্পাদনা করেন বা শেয়ার করেন।’
অর্থাৎ মেটা আপনার ছবিগুলো ক্লাউডে সংরক্ষণ করবে এবং তাদের এআই সেগুলো বিশ্লেষণ করবে, কিন্তু আপনি যদি সেগুলো এডিট বা পোস্ট না করেন, তাহলে সেগুলো এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না—অন্তত এখন পর্যন্ত কম্পানির দাবি তাই।
তবে কম্পানি বলেছে, ‘এই ফিচারটি নিয়মিতভাবে ক্যামেরা রোল থেকে ছবি বেছে নিয়ে ক্লাউডে আপলোড করবে,’ এবং আগের তথ্য অনুযায়ী, কিছু ডেটা ৩০ দিনেরও বেশি সময় ধরে রাখা হতে পারে। মেটা জানিয়েছে, এসব ছবি বিজ্ঞাপন টার্গেটিংয়ের জন্য ব্যবহার করা হবে না।
গত বছর মেটা স্বীকার করেছিল, ২০০৭ সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সব পাবলিক ছবি ও টেক্সট তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে।
নতুন ব্লগে ফেসবুক বলেছে, ব্যবহারকারীদের জিজ্ঞেস করা হবে, তারা ‘ক্যামেরা রোল থেকে ক্লাউড প্রোসেসিংয়ের মাধ্যমে সৃজনশীল আইডিয়া তৈরি করা হোক’ সেটি চায় কিনা। তবে এই প্রম্পটে ব্যবহারকারীদের ছবি এআই প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে তা স্পষ্টভাবে জানানো হবে কি না সেটি এখনও পরিষ্কার নয়।
কম্পানি বলছে, এই ফিচার মূলত তাদের জন্য যারা ছবি তুলতে ভালোবাসেন কিন্তু পোস্ট করার আগে সেগুলো একটু সুন্দরভাবে সাজাতে চান অথবা যাদের হাতে সময় কম। ফিচারটি ধীরে ধীরে আগামী কয়েক মাসের মধ্যে চালু করা হবে।
সূত্র : দ্য ভার্জ