অপ্রত্যাশিত রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গেলেন কোহলি

SHARE

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতাশাজনকভাবে শেষ হলো। আজ রবিবার পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি শূন্য রানে আউট হন। এর আগে রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর কোহলিকে ভরসা হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তিনি।

কোহলি প্রথম সাতটি বল খেলে কোনো রান করতে পারেননি। তবে অষ্টম বলেই তার ধৈর্য শেষ হয়। স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে পয়েন্টে কোপার কনলির দৃষ্টিনন্দন ক্যাচের শিকার হন এই ব্যাটার।

এই আউটের ফলে কোহলির ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম ডাক রেকর্ড করলেন।
রোহিত শর্মাকে পেছনে ফেলে ভারতীয় ক্রিকেটারদের মধ্য সর্বাধিক ডাকের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের সর্বাধিক ডাক (ওয়ানডে)

শচীন টেন্ডুলকার– ২০
জাভাগাল শ্রীনাথ– ১৯
অনিল কুম্বলে, যুবরাজ সিং– ১৮
বিরাট কোহলি, হরভজন সিং – ১৭
রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি – ১৬।