রোহিত শর্মা ৮ রান করলেও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতাশাজনকভাবে শেষ হলো। মার্চের পর প্রথমবার ভারতের হয়ে খেলার এই ম্যাচে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারলেন না। পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে রোহিত ও কোহলির কামব্যাক আলোচিত হলেও রবিবার তাদের ব্যাটিং আশাহত করেছে ভক্তদের।
অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান।
রোহিত শর্মা তার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শুভমান গিলের সঙ্গে ব্যাটিংয়ে নামেন। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান কিছু সিঙ্গেল নিয়েছিলেন এবং বাউন্ডারি খেলার সুযোগও পেয়েছিলেন। তবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের ধারাবাহিক দুর্দান্ত বোলিংয়ের সুবিধা করতে পারছিলেন না একজনও। রোহিত ৮ রানে ফেরেন হ্যাজলউডের বলে।
রোহিত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। তিনি ৮টি ডট বল খেলে স্টার্কের বলে কোপার কনোলির অসাধারণ ক্যাচের শিকার হন।
রোহিত ও কোহলি দু’জনই ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন যে অভিজ্ঞ জুটিকে প্রতিটি ম্যাচে পরীক্ষা করা হবে না।
তবু পার্থের এই ব্যর্থতা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ কয়েকটি বছরে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে।