কাজের বাইরে নানা সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনাম হন আহনা কুমরা। মিটু আন্দোলনের সময় বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ এনেছিলেন তিনি।
সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় ফের চর্চায় উঠে আসেন আহনা।
তার দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের অনুরাগীরা নাকি ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাকে।
‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে পবন ছিলেন আহনার প্রতিযোগী। এ প্রতিযোগিতা চলাকালীন পবনের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। পরে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান দুজনেই।
অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় দুই প্রতিযোগী পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু সেই ঝগড়ার রেশ ভয়ংকর প্রভাব ফেলে চলেছে অভিনেত্রীর জীবনে।
এর আগে এক সাক্ষাৎকারে আহনা জানিয়েছিলেন, একটি ছবিতে অভিনয় করার বিষয়ে আলোচনা করার জন্য সাজিদের সঙ্গে দেখা করার কথা ছিল অভিনেত্রীর। আহনাকে নাকি নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাজিদ।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সাজিদ আমাকে স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন করছিলেন। তবে আমি ঘাবড়ে যাইনি। ওকে ভয় পাওয়ানোর জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করে। তার পর আর কথা বাড়াবার সাহস পাননি তিনি।
’
ছোট পর্দা দিয়ে শুরু, এরপর নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় আহনা কুমরার। তার পর ‘আন্ডার মাই বোরখা’, ‘সালাম ভেঙ্কি’র মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে তাকে দেখা গেছে।