জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

SHARE

জুলাই সনদ স্বাক্ষরের দিনকে মহান দিন বলে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করেন।
একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই বীর যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা (পুরনো কথাবার্তা সব পেছনে ফেলে) বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার (সরকার চালানো বিষয়) সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়।
তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে।

তিনি বলেন, আজকের দিন মহান দিন, এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে।
বিভিন্ন দেশে এটা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। দেশের রাজনীতিবিদরা যে উদাহারণ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহারণ হয়ে থাকবে।

দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদের মোবারকবাদ জানান প্রধান উপদেষ্টা।