হামাস সদস্যদের ‘ভেতরে গিয়ে হত্যা’র হুমকি ট্রাম্পের

SHARE

গাজায় যদি হামাস মানুষ হত্যা অব্যাহত রাখে, তাহলে তিনি ‘ভেতরে গিয়ে তাদের মেরে ফেলবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই কথা বলেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্যটি দিয়েছেন।

হামাসের গুলিবর্ষণ এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করাও তাকে ‘খুব একটা দুশ্চিন্তায় ফেলেনি।
’ এমকি এগুলোকে গ্যাং সদস্যদের হত্যা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তাহলে আমাদের কাছে কোনো বিকল্প থাকবে না, আমরা ভেতরে গিয়ে তাদের মেরে ফেলব।’ তিনি ‘আমরা’ বলতে ঠিক কাদের বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি। তবে বুধবার তিনি বলেছিলেন, ‘গাজায় মার্কিন সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হবে না।

যুক্তরাষ্ট্রের সমর্থনে গৃহীত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর, হামাস ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ওপর পুনরায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তারা কথিত সহযোগীদের ধরে রাস্তায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার দাবি করেন, হামাস যেনো ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করে এবং ট্রাম্পের পরিকল্পনা মেনে চলে। তবে এতদিন ট্রাম্প নিজে এসব হত্যাকাণ্ড নিয়ে বেশ শিথিল অবস্থানেই ছিলেন।

এর আগে সোমবার ইসরায়েল ও মিসর সফরকালে ট্রাম্প বলেন, হামাস খোলাখুলিভাবেই জানিয়েছে যে তারা ওই ধ্বংসপ্রাপ্ত অঞ্চলের সমস্যাগুলো শেষ করতে চায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা এ ব্যাপারে খোলামেলা ছিল। আর আমরা তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন দিয়েছিলাম।’

সূত্র : এএফপি