সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসির ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফল প্রকাশিত হয়।
জানা যায়, আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৯৭ দশমিক ৭৩ শতাংশ ও আমিরাতের রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা হতে অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ জন।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭ জন। কৃতকার্য হয়েছে ৪৩ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।