বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে।
১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে বসুন্ধরা স্ট্রাইকার্সের নেতৃত্ব দেবেন শেজাদ আকবর সোবহান। এর আগে বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটে সর্বকনিষ্ঠ ডেলিগেট হিসেবে ক্রিকেটার বাছাই করে রেকর্ড গড়েছিলেন তিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আগামীকাল সন্ধ্যা ৬টায় টিম আর্কিটেক্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা স্ট্রাইকার্স।
এরপর ২৪ অক্টোবর একই সময়ে মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা।
অপর ম্যাচে ৩১ অক্টোবর আইনজীবীদের দল বিএলসিসির বিপক্ষে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বসুন্ধরা স্ট্রাইকার্স। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ৭ নভেম্বর একই সময়ে গ্রামীণফোনের মুখোমুখি হবেন শেজাদরা।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে।