ট্রাম্পের বিশ্বকাপ ম্যাচ সরানোর হুমকির জবাবে ফিফার প্রতিক্রিয়া

SHARE

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারিত ১৬টি শহর ‘সম্পূর্ণ প্রস্তুত থাকবে’ বলে আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ইস্যুতে কিছু শহর থেকে ম্যাচ সরানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি আমাদের সব (১৬টি) আয়োজক শহর সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত থাকবে এবং সব শর্ত পূরণ করবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বজুড়ে ফিফার সব ইভেন্টে নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের, এবং জনস্বার্থে কী করা উচিত, সেটি তারাই নির্ধারণ করবে।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রের শহরগুলো থেকে ম্যাচ সরিয়ে নিতে সম্মতি দেবেন।

গত সেপ্টেম্বরেও ট্রাম্প ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি কোনো শহর খারাপভাবে কাজ করে বা নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না থাকে, আমি ফিফা প্রধান জিয়ান্নিকে বলব ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে।
তিনি সেটি খুব সহজেই করবেন।’

ট্রাম্প আরো ইঙ্গিত দেন, প্রয়োজনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কিছু ইভেন্টও সরিয়ে নেওয়া হতে পারে।

২০২৬ বিশ্বকাপে বোস্টন সাতটি, সান ফ্রান্সিসকো ও সিয়াটল ছয়টি করে এবং লস অ্যাঞ্জেলেস আটটি ম্যাচ আয়োজন করবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আসরটি আয়োজন করছে।
তবে টুর্নামেন্টের মূল অংশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। ৪৮ দল নিয়ে এই প্রতিযোগিতা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছর ট্রাম্প নিজেকে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।