মাসকয়েক আগে অভিনেত্রী সংগীতা বিজলানির খামারবাড়িতে হামলা হয়েছিল। সালমান খানের পরে তার প্রাক্তন প্রেমিকাও কি লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়, এমন প্রশ্নও উঠেছিল। পুলিশে অভিযোগ জানালেও তার তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ধীরে হচ্ছে বলে দাবি করেন তিনি।
এবার নিরাপত্তার স্বার্থে নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার আবেদন করলেন সংগীতা।
বেশ অনেক দিন পরে সম্প্রতি নিজের পুনের খামারবাড়িতে যান সংগীতা। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। বাড়ির লোহার দরজা ভাঙা। জানালার গ্রিল কাটা।
সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ বাড়ির অন্য প্রয়োজনীয় জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছিল। চুরি হয়েছিল টিভি সেট, ৫০ হাজার রুপি ও আরও মূল্যবান জিনিসপত্র।
এখানেই শেষ নয়। তিনি জানিয়েছিলেন, তার বাড়ির দেওয়ালে অশালীন ছবি ও লেখালিখি করা হয়েছে।
এমন ঘটনার পরেই অভিযোগ দায়ের করেছিলেন সংগীতা। কিন্তু তার দাবি, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ধীরে হচ্ছে। সম্প্রতি পুনেতে পুলিশ কর্মকর্তা সন্দীপ সিং গিলের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে সংগীতা বিজলানি বলেছেন, ‘আমি গত ২০ বছর ধরে এখানে আছি।
এটা আমার বাড়িও বলা চলে। এই ভয়ংকর ঘটনার পরে সাড়ে তিন মাস কেটে গেছে। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।’
তাই ব্যতিব্যস্ত হয়ে নিজেই নিজের নিরাপত্তা সুরক্ষিত করতে চাইছেন সংগীতা। তার কথায়, ‘চুরি হলো। বাড়িতে ভাঙচুর হলো। কী ভয়ংকর! সৌভাগ্যবশত সেদিন আমি সেখানে ছিলাম না। এই প্রথম আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় আমার এবার একটা আগ্নেয়াস্ত্র দরকার।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া