আফগানিস্তানের হামলার নিন্দা পাকিস্তানের, ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি

SHARE

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রবিবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় গতরাতে ঘটে যাওয়া ঘটনাকে ‘আফগানিস্তানের উসকানি’ হিসেবে অভিহিত করে তার নিন্দা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না, এবং প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, আফগানিস্তানের এই হামলা ছিল ‘অকারণ গুলিবর্ষণ’ যা পাকিস্তানের ভেতরে বেসামরিক এলাকায় চালানো হয়েছে।
তিনি যোগ করেন, ‘বেসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।’

তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার বিষয়ে তাদের ‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান’ ঘোষণা করেছে।

তিনি এক্সে লেখেন, ‘এটি লক্ষণীয়, আফগান পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতের সফরে রয়েছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী বক্তব্যগুলো যৌথ ঘোষণায় রূপ পাচ্ছে, ঠিক সেই সময়েই আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই কর্মকাণ্ড দুঃখজনক এবং নিন্দনীয়।

এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে। এ ছাড়া পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের টোলো নিউজ জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে জানিয়েছে, এতে ৯ জন আফগান সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে তার আফগান সমকক্ষের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ