ইন্টার মায়ামির জার্সিতে আরো একবার জাদু ছড়ালেন লিওনেল মেসি। রবিবার (১২ অক্টোবর) ভোরে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে তিনি এমএলএস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন এবং গোল্ডেন বুট দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
মায়ামির হয়ে একাধিক গোল করার এটি ছিল নবম ম্যাচ মেসির। যা মেজর লিগ সকারের এক মৌসুমে সর্বোচ্চ।
এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন স্টার্ন জন (কলম্বাস, ১৯৯৮), মামাদু দিয়ালো (ট্যাম্পা বে, ২০০০) ও লাতান ইব্রাহিমোভিচকে (এলএ গ্যালাক্সি, ২০১৯); যারা প্রত্যেকে আটটি করে ম্যাচে একাধিক গোল করেছিলেন।
দুই গোলের সুবাদে মেসির মৌসুমের মোট গোল দাঁড়িয়েছে ২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলএএফসি তারকা দনিস বুয়াঙ্গা আছেন ২৪ গোল নিয়ে। ফলে গোল্ডেন বুট দৌড়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।
শুধু গোল নয়, অ্যাসিস্টেও ছড়াচ্ছেন আলো। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৪৪টি গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রয়েছে মেসির— যা ২০১৯ সালে কার্লোস ভেলার করা এক মৌসুমের রেকর্ড (৪৯)-এর মাত্র পাঁচটি কম।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সে প্লে-অফের প্রথম রাউন্ডে নিজেদের মাঠে খেলার সুযোগ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। নিয়মিত মৌসুমে তাদের শেষ ম্যাচ হবে আগামী শনিবার ন্যাশভিল এসসির মাঠে।