সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা খারাপ হয়েছে বাংলাদেশের জন্য। সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে অবশিষ্ট দুই ম্যাচ জেতার কোন বিকল্প থাকছে না। এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।
দেশ ছাড়ার আগে নাইম সংবাদমাধ্যমকে বলেন, ‘আরে ভাই যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের! জয়ের আশা নিয়েই থাকতে হবে।
দুই ম্যাচ আছে, জেতাই লক্ষ্য।’
প্রথম ওয়ানডেতে ব্যাট করে বাংলাদেশ ২২১ রান সংগ্রহ করে। মেহেদী হাসান মিরাজ এবং তাওহীদ ছাড়া আর কেউ ব্যাটে ভালো করতে পারেনি। কিন্তু আফগানিস্তান নির্ধারিত লক্ষ্য পূরণ করে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে।
নাইম প্রথম ম্যাচে ভিসা জটিলতার কারণে খেলতে পারেননি।
নাইম বলেন, ‘ভালো উদ্দেশ্যে যাচ্ছি। টিমের সাথে শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। ভিসা জটিলতার কারণে একটা ম্যাচ পরে যোগ দিচ্ছি।
ভিসা জটিলতা কাটিয়ে যেতে পারছি, এটা অবশ্যই ভালো লাগছে।’
প্রথম ওয়ানডেতে নাইম না থাকায় ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে সাইফ মাত্র ২৬ রানে আউট হন। নাইম দলে ফিরলে সম্ভাবনা রয়েছে সাইফকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দল আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী হয়েছিল।
ওয়ানডে দলে সেই দলের অধিকাংশ খেলোয়াড়ই আছেন। নতুনভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।