এমবাপ্পের নৈপুণ্যে ফ্রান্সের সহজ জয়, কিমিখের জোড়া গোলে শীর্ষে জার্মানি

SHARE

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে ফ্রান্স। শুক্রবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিল দিদিয়ের দেশমের দল।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে অবস্থান করছে লে ব্লুসরা, আগামী সোমবার আইসল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে তাদের বিশ্বকাপের টিকিট।

ইনজুরির কারণে পিএসজির তিন ফরোয়ার্ড উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা ছিলেন না।
তবে দলকে হতাশ হতে দেননি অধিনায়ক এমবাপ্পে। নিষ্প্রভ প্রথমার্ধের শেষ মুহূর্তে দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে নেন এই তারকা ফরোয়ার্ড। বিরতির পর তারই অ্যাসিস্ট থেকে হেডে দ্বিতীয় গোল করেন আদ্রিয়েন র‍্যাবিওত। শেষ দিকে বদলি হয়ে নামা ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্লোরিয়ান থাউভিন মাত্র এক মিনিটের মধ্যেই ভলিতে তৃতীয় গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন।

ফ্রান্সের হয়ে দারুণ জয় হলেও ম্যাচে উদ্বেগের খবরও ছিল। শেষ দিকে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তবে কোচ দেশম জানিয়েছেন, চোটটি তেমন গুরুতর নয়।

এই জয়ের মাধ্যমে টানা ২৬ ম্যাচ ধরে বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বে অপরাজিত থাকল ফ্রান্স।
অপরদিকে আজারবাইজান তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

অন্যদিকে একই রাতে জোশুয়া কিমিখের জোড়া গোলে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। ডেভিড রাউমের ফ্রি-কিকে এগিয়ে যাওয়ার পর কিমিখ পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। বিরতির পর সের্জ গুনাব্রি ও কিমিখের আরও একটি করে গোলে জয়ে পায় জুলিয়ান নাগেলসমানের দল।

এদিকে বেলফাস্টে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে।
আত্মঘাতী গোলের পর ট্রাই হিউমের দারুণ ভলিতে জয় নিশ্চিত করে ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে নেয় তারা।

সোমবার বাছাইপর্বে দারুণ কিছু লড়াই অপেক্ষা করছে—ফ্রান্স মুখোমুখি হবে আইসল্যান্ডের, আর জার্মানি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে।