জুলাই বিপ্লবের চেতনা রক্ষা শুরু থেকেই করে আসছি

SHARE

জুলাই গণ-অভ্যুত্থানের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেসকো) সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা আমরা শুরু থেকেই করে আসছি। গত বছর ইউনেসকোর সাধারণ সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই চেতনা বিশ্ব দরবারে তুলে ধরেছিলাম।

সম্প্রতি ইউনেসকো হেডকোয়ার্টারে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জানান, গত চার বছরে বাংলাদেশ ইউনেসকোর ছয়টি নির্বাচনে অংশ নিয়েছে, যার মধ্যে তিনটিতে সর্বাধিক ভোটে জয়লাভ করেছে। এই ধারাবাহিক সাফল্যই সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছে।

তিনি আরো জানান, প্রতিটি সুযোগে বাংলাদেশ গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি এবং শিক্ষা ও সংস্কৃতিনীতির ইতিবাচক পরিবর্তনকে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করে, যার ফলে ইউনেসকোর অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের কাছ থেকে বিশেষ সম্মান পেয়ে থাকে বাংলাদেশ।

রাষ্ট্রদূত এম তালহার মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা, বিদেশে বাংলাদেশি মিশনগুলোর সমন্বিত প্রচেষ্টা, মুসলিম দেশগুলোর সমর্থন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থান। এসব কিছুর সমন্বয়েই এসেছে এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য। তিনি এই বিজয় উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের প্রতি।