গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন। পাশাপাশি তিনি গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমকে জিভ এলকিন বলেন, যুদ্ধ শেষ করার নিয়ম ইসরায়েলই নির্ধারণ করবে এবং চূড়ান্ত ফলাফলে হামাসকে নিরস্ত্র ও গাজার নিয়ন্ত্রণে আর না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, হামাস আগেই জানিয়েছিল যে নিরস্ত্রীকরণ তাদের জন্য একটি ‘রেড লাইন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলকে এই বিষয়ে তাদের প্রত্যাশা অনেকটাই কমাতে হবে।
আবু মারজুক আরো বলেন, হামাসের কাছে কতটি রাইফেল আছে তা খুঁজে বের করার চেয়ে একটি যুদ্ধবিরতির অঙ্গীকারই বেশি গুরুত্বপূর্ণ।




