টাঙ্গাইলের মির্জাপুরের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মুহাম্মদ আশফাকুল আলম বলেছেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান পরবর্তী কর্মজীবনে প্রয়োগ করতে হবে। বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির বহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে আর পুলিশকে মোকাবেলা করতে নতুন নতুন চ্যালেঞ্জং
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে বিভাগীয় ক্যাডেট এসআইদের (নিরস্ত্র) বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স (ডিসি কোর্স) ২২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এর আগে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
মুহাম্মদ আশফাকুল আলম বলেন, ‘যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ও প্রকার রক্ষার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্রতী।
এ সময় ট্রেনিং সেন্টারের অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম), পুলিশ সুপার (ট্রেনিং) পিটিসি, টাঙ্গাইলসহ বাংলাদেশ বিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অথিবর্গ, সাংবাদিকগণ, প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। দীর্ঘ ছয় মাস সক্রিয় অংশগ্রহণের এম বিভাগীয় ক্যাডেট এসআইদের (নিরস্ত্র) ২২তম ব্যাচের ২৭৬ জন বিভাগীয় এসআই প্রশিক্ষণ সম্পন্ন করেন। এ সময় প্রধান অতিথি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।